ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জ পুলিশ সুপার

পুলিশের মনোবল চাঙা করতে কাজ করব

পুলিশের মনোবল চাঙা করতে কাজ করব

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় ভাঙচুর ও অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত ধ্বংসস্তুপ পরিদর্শন করেছেন নবাগত জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গতকাল শনিবার দুপুরে তিনি থানা পরিদর্শনে আসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা এবং সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) হাবিবুর রহমান, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ ও পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নবাগত পুলিশ সুপার প্রথমে থানা ভবনের বাইরে থাকা ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন মামলায় জব্দ করা গাড়িসহ বিভিন্ন আলামত, পুড়িয়ে দেয়া ও ভাঙচুর করা ওসির বাস ভবনসহ পুলিশ সদস্যদের থাকার সরকারি কোয়ার্টার গুলো পরিদর্শণ করেন। এর পর তিনি পরিদর্শন করেন থানা কার্যালয়ের ক্ষতিগ্রস্ত মূল ভবন। পরিদর্শন শেষে গণমাধ্যমকে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ক্ষতিগ্রস্ত থানা ভবনের সংস্কার, পুলিশের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করে পুলিশকে পুণরায় আগের মতো দায়িত্বে ও কর্ম নিষ্ঠায় ফিরিয়ে আনার চেষ্টা করাই আমার এ পরিদর্শনের উদ্দেশ্য। পুলিশ সুপার বলেন, থানা ভবনকে ক্ষতিগ্রস্ত করা ও পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গুলি লুটপাটের বিষয়ে যে মামলা হয়েছে ওই মামলায় তদন্ত করে দোষীদেরকে চিহ্নিত করে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত