ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

আনোয়ারা রায়পুর ইউনিয়ন জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ারা রায়পুর ইউনিয়ন জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়ন জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে রায়পুর এজহারুল উলুম দাখিল মাদ্রাসায় শত শত কর্মীদের উপস্থিতিতে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াত ইসলামী সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেক্রেটারি হাফেজ হারুন ইবনে গনির সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রাটারি আবুল হাসান খোকা, স্থানীয় জামায়াত নেতা মাওলানা বশিরুল হুদা, মাষ্টার নাঈম ও আনোয়ারা পশ্চিম শাখার ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ সাইমুন। এ ছাড়াও সাবেক ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ মঈন উদ্দীন, হাফেজ মোহাম্মদ সাইফুল, হাফেজ মোহাম্মদ সানাউল্লাহসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীলরাও আলোচনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত