দেশজুড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল রোববার পালিত হয়েছে। এ উপলক্ষে দেশজুড়ে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য-
কেশবপুর (যশোর) : দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, রেজাউল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেক শহিদুল ইসলাম, সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী, আবদুল হালিম অটল, যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, মেহেদী হাসান বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের নেতা শামসুল আলম বুলবুল, বাবুল রানা বাবু, ছাত্রদল নেতা আজিজুর রহমান।
সিরাজগঞ্জ : ভয়াবহ বন্যার কারণে স্বল্প পরিসরে এ কর্মসূচি পালন করা হয়। বাদ জোহর পৌর ভাসানী মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও বন্যায় নিহত এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপি নেতা মজিবুর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম, লিয়াকত আলী খান, আবু সাইদ সুইট, শেখ মো: এনামুল হক প্রমূখ। এ সময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নাটোর : বেলা ১১টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুলু বলেন, ১৫ বছর আওয়ামী লীগ করেছে, এমন ব্যক্তিকে যদি বিএনপির কোনো নেতা দলে প্রবেশ করানোর চেষ্টা করে আগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে এমন কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির ভাবমূর্তি নষ্ট হতে পারে, এমন কর্মকাণ্ড যদি কেউ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আপনারা ইউনিয়ন পর্যায় ওয়ার্ডে পর্যায় মিটিং করেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্র করছে। তাদের কর্মকাণ্ড এখনো চালিয়ে যাচ্ছে।
আমাদের সজাগ থাকতে হবে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্যে রাখেন- সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ডিমলা (নীলফামারী) : দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহসভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সদর উজেলা যুবদলের আহ্বায়ক সোহাগ খান লোহানী, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলীসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শ্যামনগর(সাতক্ষীরা) : সকাল ১০টায় শ্যামনগর থানা বিএনপির উদ্যোগে বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদও সাম্প্রতিক বন্যায় নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। শ্যামনগর থানা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম, সোলায়মান কবীরে সঞ্চালনায় বক্তব্যে রাখেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট, আশেক এলাহী মুন্নাসহ সভাপতি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, চেয়াম্যান মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর, চেয়ারম্যান মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুল ওয়াহাবসহ প্রমুখ।
মুরাদনগর (কুমিল্লা) : কেন্দ্রীয় বিএনপির সারাদেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহিদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত করে মুরাদনগর উপজেলা বিএনপি। মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক প্রমূখ।
দিনাজপুর: শহরের জেলরোডে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুর ১২টায় বর্ণাদ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপত্তিতে আলোচনায় অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক বকতিয়ার আহমেদ কচি, জেলা নেতা মোকাররাম হোসেন. মাহবুব আহমেদ. খালেকুজ্জামান বাবু. আনিসুর রহমান বাদশা. সৈয়দ জাহাঙ্গীর আলম. আক্তারুজ্জামান জুয়েল. শাহীন আরা বিউটি মাসুদুল আলম প্রমুখ।
মাধবপুর (হবিগঞ্জ) : দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি এবং ফ্যাসিবাদ সরকার পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি যৌথভাবে এ দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সেক্রেটারি হামিদুর রহমান হামদু, যুগ্ম সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, পৌর বিএনপি সভাপতি হাজী গোলাপ খান, সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, হাজী ফিরোজ মিয়াসহ বিএনপির যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সোনাগাজী (ফেনী) : বিকালে কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, বিএনপি নেতা আলমগীর হোসেন, মতিগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নূর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াস, জয়নাল আবেদীন আরিফ, ইঞ্জিনিয়ার এমএন হৃদয়, মোস্তফা আল হোসেন রোমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিংকু, পৌর ছাত্রদল নেতা রকি ভূঞা, যুবদল নেতা সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ ও উপজেলা কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক মো. ওমর ফারুক।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সকাল ১১টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় দলীয় কার্যালয়ে। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ। এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল হাসান প্রমাণিক ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন প্রমূখ। শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর বিএনপিসহ সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাট (দিনাজপুর) : বিকেলে উপজেলার ৩নং সিড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মো: শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আবু সাঈদ মিয়া প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠসের নেতাকর্মী উপস্থিত ছিলেন।