মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে সমাজে হেয়পতিপন্ন করার অভিযোগ উঠেছে এক ইটভাটার মালিকের বিরুদ্ধে। গতকাল ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামে ইন্জিনিয়ার শহিদুল ইসলাম রতন তার নিজ বাড়ীতে সাংবাদিকদের এ সব বিষয়ে জানান। তিনি বলেন আমি একজন মুক্তিযুদ্ধার সন্তান, আমি পেশায় একজন ইন্জিনিয়ার,আমি ঢাকাতে থেকে একটি কর্পোরেট অফিসে চাকরী করি, আমার গ্রামে আমার ক্রয় কৃত কিছু জমির মাটি টিপ চুক্তিতে বিক্রি করেছি, সেখানে যেয়ে গত ২৭-০৬-২৪ তারিখে আবু রায়হান সেলিম (খোকন মুন্সী) নামে এক ইটভাটার মালিক আমাকে মাটি কাটতে বাঁধা দেয়, সেখানে নাকি তার ১১ শতাংশ জমি আছে,তাই নিয়ে সে আমার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যায়। সেখানে কোনো মারামারি হয়নি অথচ সে ওসি সিরাজুল ইসলামকে মোটা অংকের টাকা দিয়ে আমার নামে বিভিন্ন অপ্রীতিকর বাক্য ব্যবহার করে, আমাকে চাঁদাবাজ বানিয়ে ধামরাই থানায় একটি মিথ্যা মামলা করেছে, মামলা নং ০১, তারিখ ০১-০৭-২৪, যাহা একটি মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত, যা আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।