ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন

সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন

রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের তরফসাদী খায়রুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আক্কাস আলীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অভিযোগে সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রছাত্রী অভিভাবক ও এলাকার জনসাধারণ।

গতকাল রোববার বেলা ১২টার সময় প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীসহ দুইশত অভিভাবক ও এলাকার জনসাধারণ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার মিলনপুর ইউনিয়নের তরফসাদী খায়রুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আক্কাস আলী আওয়ামী লীগের দলীয় ক্ষমতা প্রয়োগ করে ২০১২ সাল থেকে বিভিন্ন প্রকার দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে প্রায় পৌনে ১ কোটি টাকা আত্মসাৎ করেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হওয়ায় শিক্ষক ও কর্মচারীরা ভয়ে এতদিন কেউ মুখ খুলেনি সুপারের বিরুদ্ধে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত