ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

অধ্যক্ষের পদত্যাগ ও বিচারের দাবি

অধ্যক্ষের পদত্যাগ ও বিচারের দাবি

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শাহানা বেগমের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল রোববার শহরের জেলা সদর রোডস্থ প্রি-ক্যাডেট স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে অধ্যক্ষের স্বামী হারুন অর রশিদ তার লোকজন নিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করেন। পরে বাঁধা উপেক্ষা করে স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেয়া অভিভাবকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্কুলের হিজাব পরিহিত ছাত্রীদের নানা বাঁধার মুখে পড়তে হচ্ছে। ছাত্রীরা হিজাব পড়ে ক্লাসে ঢুকতে গেলে অধ্যক্ষের নির্দেশে তাদের মূল ফটকে (গেট) বাঁধা দেয়া হয়। তাছাড়া স্কুলের কয়েকজন শিক্ষকও অধ্যক্ষের নির্দেশে প্রতিনিয়ত ছাত্রীদের হিজাব পড়তে নিষেধ করছেন। সম্প্রতি হিজাব পড়াকে কেন্দ্র করে এক অভিভাভকের সাথে শিক্ষকদের কথাকাটাকাটি হয়। বিষয়টি জানাজানির পর অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রতিবাদে অভিভাবকরা গতকাল সকালে স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা স্কুলের সামনে ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে অধ্যক্ষের স্বামী হারুন অর রশিদ তার লোকজন নিয়ে বাঁধা দেন। এ সময় তারা ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর অভিভাবকরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে রাখে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত