ঢাকা ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

সংখ্যালঘু পরিবারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সংখ্যালঘু পরিবারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঠাকুরগাঁও জেলাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের উপর হামলা, অগ্নিসংযোগ এবং নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষর্থীরা এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভটি অপরাজয় ৭১ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরাস্তায় এসে শেষ হয়।

এতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে সমাবেশে বক্তরা অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও জেলাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের উপর হামলা, অগ্নিসংযোগ এবং নিপীড়নের ঘটনা ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত