র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে আভিযানিক দল গতকাল সোমবার ভোরে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে ৭২০ বোতল ফেনসিডিলসহ আরিফুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে। র্যাব সূত্র জানিয়েছে, র্যাবের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামে একদল মাদক ব্যবসায়ী ভারতীয় সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে আসছে। এই সংবাদ পেয়েই র্যাবের অভিযানিক দল দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামে অভিযান চালায়। এ সময় একটি নোয়া মাইক্রোবাসের ভেতর থেকে ৭২০ বোতল ফেনসিডিল, নগদ ১৭ হাজার টাকাসহ উপজেলার পাকুড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৫) গ্রেপ্তার করে। এ ব্যাপারে আসামির বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।