ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জনস্বার্থে কাজ করতে পুলিশ বদ্ধপরিকর

নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপার মো. ফারুক হোসেনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা, মাদক, ট্রাফিক ব্যবস্থাপনা, চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের বক্তব্য শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে কাজ করতে পুলিশ বদ্ধপরিকর এবং সেক্ষেত্রে সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, ছিনতাই, চুরি-ডাকাতি, চাঁদাবাজি, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরাতে এবং সেবা প্রত্যাশী নাগরিকরা যেন নির্বিঘ্নে পুলিশী সেবা নিতে পারেন সে জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শামছুল আজম ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত