ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছাত্র আন্দোলনের নেতাদের মত বিনিময় সভা

ছাত্র আন্দোলনের নেতাদের মত বিনিময় সভা

পিরোজপুরের কাউখালীতে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কাউখালী উপজেলার বর্তমান প্রেক্ষাপট এবং নানাবিধ সমস্যা নিরসনের উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা উপজেলার বিভিন্ন দপ্তরে অনিয়মের বিষয় তুলে ধরে দুর্নীতি ও ঘুষ বন্ধ করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে একটি অভিযোগ বক্স খোলার সিদ্ধান্ত গ্রহণ করেন। সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ও বৈষম্য শিকার হলে অভিযোগ দেয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মো. শারজিল, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ডু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জিয়াউল হাসান লিকসন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত