ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

স্বাধীন বাংলাদেশে আর কোন স্বৈরাচারীকে মেনে নেয়া হবে না

মাওলানা রফিকুল ইসলাম খাঁন
স্বাধীন বাংলাদেশে আর কোন স্বৈরাচারীকে মেনে নেয়া হবে না

জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার রক্তে অর্জিত দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আর কোন স্বৈরাচারীকে মেনে নেয়া হবে না। স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার আ’লীগ সরকার দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বকে বিপন্ন করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১৫ বছর আ’লীগের নিষ্ঠুর ও ফ্যাসিবাদী চরিত্রের অপশাসন ও শোষণের আমলে খুন, গুম, মামলা-হামলা আর স্বাধীন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলো ধ্বংসের মহোৎসবে মেতেছিলো এবং বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। আওয়ামীলীগ ৭১’র পর স্বাধীন বাংলাদেশে বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন ও শোষণের নীতি অবলম্বন করেছিল। স্বৈরাচারী শেখ হাসিনা দেশকে স্বৈরাচারী কায়দায় দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলোকে জিম্মী ও অবরুদ্ধ করে রেখেছিল। এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডা. সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ মাও. শাহীনূর আলম, কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য ও জেলা নায়েবে আমীর আলী আলম, নায়েবে আমীর মাও. আব্দুস সালাম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, আমীর মাও. শাহজাহান আলী, আমীর মাও. মিজানুর রহমান, আমীর আবু সালেহ মোহাম্মদ আবু সাইদ, জামায়াত নেতা অধ্যাপক আব্দুল মজিদ, নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, নায়েবে আমীর অধ্যক্ষ মাও. আব্দুল গফুর, জামায়াতের সেক্রেটারী ডা. মোফাজ্জল হোসাইন প্রমূখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত