ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ার দুই রুটে বাস চলাচল বন্ধ

কুষ্টিয়ার দুই রুটে বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর-মহিষকুন্ডি রুটে বাস ও সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে গতকাল বুধবার সকাল থেকে বাস ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল হামিদ মুকুল নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার বিকালে ভেড়ামারায় যাত্রী ওঠানো নিয়ে সিএনজিচালকদের সঙ্গে বাসচালকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ সময় সিএনজিচালকরা কয়েকজন চালকসহ শ্রমিকদের মারধর করেন। আব্দুল হামিদ মুকুল জানান, এরই জেরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়া-মেহেরপুর ও প্রাগপুর-মহিষকুন্ডি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বিষয়টি সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি। দ্রুত বিষয়টি সমাধানের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলছে বলেও জানান এই শ্রমিক নেতা। এদিকে হঠাৎ করে বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা। অতি দ্রুত সমাধান চান তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত