ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

জামায়াত নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জামায়াত নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার নেতারা। গতকাল বুধবার দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জামায়াত নেতারা বলেন, দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতার কারণে সাংবাদিকদের সঙ্গে দুরত্ব থাকায় আজকের এ মতবিনিময় সভা, আগামীতে একসঙ্গে কাজ করার কথা বলেন জামায়াতের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি মো. শাহাদত হোসেন বিএসসি, শেরপুর শহর জামায়াতের নায়েবে আমির ও ছাত্রশিবিরে সাবেক বিতর্ক সম্পাদক গোলাম কিবরিয়া, পৌর আমীর দ্বীন মোহাম্মদ মাস্টার, সেক্রেটারি হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আইয়ুব আলী, নালিতাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর আজগর আলী, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবু সিনা জুবায়েরসহ প্রেসক্লাবের সব সদস?্য উপস্থিত ছেলেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক আব্দুল মোমেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত