ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

সাবেক এমপিসহ ১৭০ জনের বিরুদ্ধে মামলা

সাবেক এমপিসহ ১৭০ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুর-১ আসনের সাবেক এম পি মনোরঞ্জন শীল গোপালসহ ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাব্বির ইসলাম নামের এক ব্যক্তি। মামলায় ২০ জনের নাম এজাহারে উল্লেখ করা হলেও ১৫০ জন আসামি আজ্ঞেত। কাহারোল থানার পরিদর্শক তদন্ত বাবুল রায় জানান যে, পূর্ব সাদিপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে সাব্বির ইসলাম গত ৩ সেপ্টেম্বর রাতে মামলা দায়ের করেন। মামলার এজাহারে যে ২০ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল, কাহারোল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম ফারুক, রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান বাবুল হোসেন, সুন্দরপুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, মুকুন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুজ্জামান লিমন, আওয়ামী লীগ নেতা মজিদুল ইসলাম, আমিনুল ইসলাম, প্রদীপ রায়, সুশীল বাবু, মহাদেব চন্দ্র রায়, হীরা চন্দ্র রায়, বিকাশ রায়, দীপক চন্দ্র, খোকন রায়, ধোনেশর রায়, মিঠুন চন্দ্র রায়, বজ্রনাথ সিংহ, উপজেলা যুবলীগ সভাপতি মসিউর রহমান, যুবলীগ নেতা মোহাম্মদ পলাশ এবং মোহাম্মদ রতন।

পুলিশ পরিদর্শক বাবুল রায় বলেন ৩৪১৪২৭. ৩২৩. ৩৯৪. পেনাল কোড ধারায় মামলা রেকর্ড করা হয়। মামলা নাম্বার ২/৮৩তারিখ ৩/৯/২৪। এজাহারে বাদী সাব্বির ইসলাম অভিযোগ করেন যে, গত ৭ আগস্ট রাতে কাহারোল বাজার হতে বাড়িতে ফেরার সময় তেলেঙ্গি বাজারে আসামিরা আমার মোটরসাইকেল এর গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আমাকে জখম করে। আমার মোটরসাইকেল ১৩৫ সিসির ডিসকাভারটি আগুন দিয়ে জ্বালিয়ে দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত