ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিক দলের বিক্ষোভ

মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিক দলের বিক্ষোভ

তারেক রহমান ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে দায়েরকৃত সব মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শ্রমিক দলের উদ্যোগে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, বিএনএপির নেতা আসাদুজ্জামান রিপন, রেদোয়ান বাবু, মারুফ পারভেজ প্রিন্স, শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম পারভেজ প্রমুখ। বক্তারা অবিলম্বে তারেক রহমান ও শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত