ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

পটলখেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

পটলখেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নওগাঁর বদলগাছীতে পটলক্ষেত থেকে ফয়জুল (৫২) নামে এক গুড় ব্যবসায়ির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খলসি গ্রামের থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ। তিনি বালুভরা ইউনিয়নের ঢেকরা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বাবুল নামে এ কৃষক পটলক্ষেতে পটলের পরাগায়ন করতে যান। এ সময় তিনি পাশের জমিতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি এলাকার লোকজন জানার পর থানায় সংবাদ দেয়। বদলগাছী থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত