ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজনের কারাদণ্ড

নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজনের কারাদণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার দায়ে দুই ড্রেজার শ্রমিককে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলো, ফরিদপুরের চরদর্শনী উপজেলার বাহারা গ্রামের মোমিন মাতবরের ছেলে নান্টু (৩০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সাকালী গ্রামের আবু হানিফ (৫২)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার করতোয়া নদীর বাদলবাড়ি মাজার সন্নিকটে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ওইদিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিজ্ঞ বিচারক তাদের উল্লেখিত কারাদণ্ডাদেশ দেয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত