ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

রাণীনগরে কৃষি উপকরণ বিতরণ

রাণীনগরে কৃষি উপকরণ বিতরণ

নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।

উপজেলা কৃষি অফিসার ফারজানা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

কর্মসূচির আওতায় মাসকলাই চাষের ক্ষেত্রে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৪০ জন কৃষকের মাঝে মাসকালাই বীজ, রাসায়নিক সার, এবং ২০০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে পেঁয়াজের বীজ, রাসায়নিক সার বালাইনাশক ও পলি নেট বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত