ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুকুরের কামড়ে আহত আট

কুকুরের কামড়ে আহত আট

সাতক্ষীরার শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে গুরতর আহত অবস্থায় নারী-পুরুষসহ আট ব্যক্তি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গত বুধবার উপজেলার গোদাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় আল-আমিন বলেন, মাঠে কাজ করার সময় একটি পাগলা কুকুর হঠাৎ একে একে আট ব্যক্তিকে কামড় দিয়ে গুরত্বর জখম করে। এ সময় আহতদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন- গোদাড়া গ্রামের রওশনারা বেগম, সোহাগ বাবু, রাশিদা বেগম, মোস্তাসির, হুসাইন, আতিয়ার সহ আট জন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের এন্টির্যানভিস ভ্যাকসিন দেয়ার হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত