ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় নেত্তকোনার আওতায় কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের বারটান অংগ থেকে তিনদনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে প্রশিক্ষণের অনুষ্ঠিত হযেছে। গফরগাঁও পৌর এলাকার রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ে গত মঙ্গলবার প্রশিক্ষণটি শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয়।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ উন-নাহারের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ বাস্তবায়িত হয়।

দুই কক্ষে দুই বাচে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষার্থীদের মধ্যে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, তথ্য আপা, এনজিওকর্মী, ইমাম এবং কৃষাণ-কৃষাণী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত