ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীমঙ্গলে বিতর্ক প্রতিযোগিতা

শ্রীমঙ্গলে বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতিমুক্ত গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ‘দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গল মহসিন অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক), সজেকা হবিগঞ্জ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রেন্সিপাল অধ্যাপক রফি আহমেদ চৌধুরী।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সহ-সভাপতি এএনএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র কুমার ভট্টাচার্য, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম, সাংবাদিক কাওছার ইকবাল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত