ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মন্দির কমিটির নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মন্দির কমিটির নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে ইউনিয়ন দুর্গা মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দলের সভাপতি জিএম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাষ্টার আহছানউল্লা তরফদার, বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক শনৎ কুমার গাইন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত