ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের আমন ধানের খেতগুলো সবুজে সবুজে ভরে উঠেছে। উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে আমন ধানের চারা গাছগুলো আশ্বিনের বাতাসে দোল খাচ্ছে। চারিদিকে শুধু আমন ধানের সমারোহ। আমন ধানের খেতগুলোকে নিয়ে কৃষকের রঙিন স্বপ্ন। আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হবে বলে স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে উপজেলার ১৬টি ইউনিয়নে ২৬ হাজার ৩৯৫ হেক্টর। অর্জিত হয়েছে ২৬ হাজার ৩৯৫ হেক্টর। বর্তমানে আমন ধানের খেতগুলোতে ধানের শীষ বের হওয়া শুরু হয়েছে।

চাষি হাবিবুর রহমান, মোস্তফা, সিরাজ, ইসলাম, রিপন, শফিকুলের সঙ্গে। তারা জানান, এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকেই আশানুরূপ বৃষ্টিপাত হয়েছে। তাই এই অঞ্চলের কৃষকেরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রোপা আমন ধান রোপন করছেন। তারা আরো জানান, পানি সেচ না লাগায় এ অঞ্চলের কৃষক অনেকটা কম খরচেই রোপা আমন ধান চাষ করতে পারছে। মোরেলগঞ্জ উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন বলেন, উপজেলা কৃষি বিভাগের নির্দেশনায় আমরা মাঠপর্যায়ে আমন চারা রোপণে কৃষককে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত