ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিতে হয়েছে। দিবসটির বাংলাদেশে প্রতিপাদ্য বিষয় ছিলো- কর্তৃপক্ষের সব দ্বার, খুলে দেবে তথ্য অধিকার।

মৌলভীবাজার : মৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসন হল রুমে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকশী ইকবাল আহমদ, দৈনিক মৌমাছি কণ্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাদিক আহমদ, এখন টিভির প্রতিনিধি এম এ হামিদ, সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।

মেহেরপুর : মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি, মিলনায়তনে জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মু. তানভীর হাসান রুমান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্বাবোধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন প্রমুখ।

সাতক্ষীরা : সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুফা ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আমিনুর রহমান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত