ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাপের কামড়ে মৃত্যু

সাপের কামড়ে মৃত্যু

পটুয়াখালীর দুমকীতে সাপের কামড়ে আবদুস সোবহান হাওলাদার (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ চরবয়রা গ্রামে এ সাপে কামড়ের ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোবহান হাওলাদার ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ওজু করার জন্য পুকুরে যাওয়ার পথে ঘরের বাহির হলে তার পায়ে বিষধর সাপ কামড় দেয়। পরে নামাজ শেষে তিনি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা ওজা ডেকে বিষ নামানোর চেষ্টা করলে তাতে কোনো কাজ না হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পটুয়াখালী নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত