ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি

হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি

পাবনার সাঁথিয়ায় আরিফুল ইসলাম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অেেরাধ করেছেন এলাকাবাসী। গত শনিবার উপজেলার ক্ষুদ্রগোপালপুর গ্রামবাসী কাশিনাথপুর বাজারে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে অবরোধ করে মানববন্ধন করেন। মানববন্ধনটি এক পর্যায়ে বিক্ষোভে রুপান্তিত হয়। বিক্ষোভকারীরা আরিফুল ইসলাম হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন।

গত ১৯ সেপ্টেম্বর ফুটবল খেলাকে কেন্দ্র করে সাঁথিয়ার ক্ষুদ্রগোপালপুর গ্রামের লোকজনের সঙ্গে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামে মধ্যে মারামারি হয়। এ বিরোধের জের ধরে সাঁথিয়ার আরিফুল ইসলামকে (২৭) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত