ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দাবি আদায়ে শিক্ষকদের মানববন্ধন

দাবি আদায়ে শিক্ষকদের মানববন্ধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ঈশ্বরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে উপজেলা পরিষদ সমনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ২ পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক মানববন্ধনে অংশগ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। তারাটি নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল হুদার সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে দশম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য দেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপদেষ্টা এবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সানোয়ার পারভেজ পিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক কাজী আলমগীর প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত