ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তারালি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, মথুরেষপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, চাম্পাফুল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক গাইন, রতনপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলিম আল রাজী টোকন, উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।

কালিগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক উন্নতি ধারাবাহিকতা বজায় রাখাসহ মাদকদ্রব্য নির্মূলে এবং চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত