ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুই যুবকের লাশ উদ্ধার

দুই যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- ওই উপজেলার গোপালপুর ভাঙ্গা গ্রামের ছামাদের ছেলে আবু দাউদ (১৮) ও গালা গ্রামের তোফাজ্জল প্রামাণিক ছেলে আজিম প্রামানিক (২২)। শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, যুবক দাউদ নেশাগ্রস্থ ছিল। নেশার টাকা না পেয়ে গত শনিবার সন্ধ্যার দিকে তার নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। একই দিন নারী সংক্রান্ত ঘটনায় আজিম প্রামানিকও আত্নহত্যা করেছে। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত