ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত

প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত

পূর্ব বিরোধের জেরে হালুয়াঘাটে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোবরাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সফিকুল ইসলাম ও তার ছেলে সেলিম মিয়াকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সফিকুল ইসলাম বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা বেশ কিছুদিন ধরে হুমকি-ধামকি দিয়ে আসছিল। সফিকুল ইসলাম তার ছেলে সেলিম মিয়া পূর্ব গোবরাকুড়া জিয়াউর রহমানের মুদির দোকান বাড়ি ফেরার পথে আসামিরা তাদের ওপর হামলা গতকাল রোবাবার থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত