ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাদককারবারি আটক দুইজন

মাদককারবারি আটক দুইজন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৭০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার ও প্রাইভেটকার জব্দ করা হয়।

আটকরা হলেন- ঢাকা জেলার ধামরাই উপজেলার সুতিপাড়া গ্রামের আ. জলিলের ছেলে হাবিবুর রহমান ও একই উপজেলার গোয়ালদী গ্রামের শুকুর আলীর ছেলে রাশিদুল ইসলাম। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কামতা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গত রোববার দিবাগত রাতে গোলড়া এলাকার ঢাকা আরিচা মহাসড়কের উত্তর পাশে হাইটেক অটো মোবাইল গ্যারেজের সামনে প্রাইভেটকারের থাকা দুই ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি করে ৭০২ পিস ইয়াবা উদ্ধার ও মাদক দ্রব্য বিক্রির ২০১৫০ টাকা ২টি মোবাইল ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত