ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সৌদি আরবে আটক ভৈরবের ৩৯ জনের মুক্তি দাবি

সৌদি আরবে আটক ভৈরবের ৩৯ জনের মুক্তি দাবি

সৌদী আরবের রিয়াদে বিভিন্ন থানায় আটক কিশোরগঞ্জের ভৈরবের প্রবাসী ৩৯ জনের মুক্তির দাবি জানিয়েছে স্বজনরা। সৌদী সরকারের পুলিশ তদন্ত করার নামে তাদেরকে ১৪ মাস যাবত রিয়াদ শহরের বিভিন্ন থানা হাজতে আটক করে রাখা হয়েছে। সেখানে তারা মানবেতর জীবনযাপন করছে বলে পরিবারের অভিযোগ।

গতকাল দুপুরে ভৈরবের লুন্দিয়া গ্রামের শীতলপাটি সেতুতে ৩৯ জনের পরিবার তাদের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে।

এ সময় আটকদের পরিবারের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। তারা সরকারের কাছে আকুল আবেদন করে জানিয়েছে আটকদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেশে ফিরিয়ে আনতে। মানববন্ধনের সময় স্বজনদের মধ্য অনেক নারী-পুরুষ আহাজারি শুরু করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ আগস্ট সৌদী আরবের রিয়াদ শহরের ইশারা ডিরেকশন নামক স্থানে ভৈরবের লুন্দিয়া গ্রামের প্রবাসী দুটি পক্ষ তাদের পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়া সংঘর্ষে লিপ্ত হয়। আটকরা এসব বিষয়ে অবগত ছিল না তাদের পরিবারের দাবি।

ঘটনার দিন তারা রিয়াদ শহরের কর্মস্থলে কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে জানতে পারে তাদের এলাকার কতিপয় প্রবাসীরা পারিবারিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ করার পর তারা পালিয়ে গেছে। এতে এদিন কয়েকজন গুরুতর আহত হয়।

ঘটনার খবর পেয়ে সৌদি আরবের সিআইডি পুলিশ ওইদিন রাত ১০টায় সেই এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি বাসা থেকে ৩৯ জনকে আটক করে রিয়াদের বিভিন্ন থানায় নিয়ে যায়। সেই সময় আটকের পর থেকে ১৪ মাস ধরে এখনো তারা থানায় আটক আছে। সৌদী সিআইডি পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে।

তবে ৩৯ জনের পরিবারের দাবি আটকরা বাড়িতে স্বজনদেরকে বলেছে তারা সংঘর্ষে সঙ্গে জড়িত ছিলেন না। যারা সংঘর্ষে জড়িত তারা পালিয়েছে। ১৪ মাস যাবত তারা রিয়াদের থানায় আটক থাকায় সেখানে কাজকর্ম করতে পারছে না বা দেশেও আসতে পারছে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত