ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ধর্ষণের অভিযোগে অফিস সহকারী গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে অফিস সহকারী গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী সরকারি বঙ্গবন্ধু কলেজের অফিস সহকারী খোরশেদ আলমকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকার এক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি সোনামুখী গ্রামের কাসেমের ছেলে। কাজিপুর থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক সপ্তাহ আগে ওই অফিস সহকারী প্রতিবেশী এক প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে একা পেয়ে বিশেষ কৌশলে ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার ওই নারীর বাবা ফজলুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন।

গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত