ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিকদের সঙ্গে রবি ভিসির মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে রবি ভিসির মতবিনিময়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এসএম হাসান তালুকদার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

গতকাল বুধবার রবির অ্যাকাডেমিক ভবন-৩ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবির ভিসির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো: গোলাম সরোয়ার এবং শাহজাদপুর ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।

রবির ভিসি বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ ও ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদসহ সকল বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্র সংস্কারে তাদের অনেক বড় ভূমিকা রয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এজন্য আমি আপনাদের অভিবাদন জানাই।

তিনি আরো বলেন- আমি রবিতে যোগদান করার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রবির বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থী, স্থানীয় প্রশাসন ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেছি এবং তাদের মতামত ও পরামর্শ নিয়েছি। এ অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ চলমান আছে। বিশ্ববিদ্যালয়ের বয়স ৭ বছর অতিক্রম করলেও স্থায়ী কোন অবকাঠামো নেই। এছাড়া শিক্ষার্থীদের ক্লাসরুমের সংকটসহ নানাবিধ সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত