ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার আঠারবাড়ি রেলওয়ে ষ্টেশন থেকে মাথা বিচ্ছিন্ন ও পা থেঁতলানো এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আঠারবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আরাফাত হোসেন বলেন, ঘটনাটি কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের অধীনে হওয়ায় তারা লাশ নিয়ে গেছে।

গতকাল ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার আঠারবাড়ি ইউনিয়ের আঠারবাড়ি রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পার্শ্বে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জেসমিন ওই ইউনিয়নের তেলোয়ারী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত গৃহবধূর মাথা বিচ্ছিন্ন ও পা থেঁতলানো রক্তাক্ত দেহ রেললাইন পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়। জেসমিন গত দুই বছর ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত