ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁ ডিসির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন

নওগাঁ ডিসির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন

নওগাঁর রাণীনগরে কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতে গোনা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় নওগাঁর ছোট যমুনা নদীর বাম তীরে বেড়িবাঁধে বান দেখা দিয়েছে। খবর পেয়ে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল পরিদর্শন করেন।

এসময় তিনি বেড়িবাঁধটি জরুরিভিত্তিতে মেরামতসহ স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেন। ১ মাস আগে এই স্থানে বাঁধটিতে ভাঙন দেখা দিলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন ঘটনাস্থলে গিয়ে বাঁধটি রক্ষার জন্য নওগাঁর পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় বাঁশের পাইলিং করে সেই যাত্রাই ভাঙনের কবল থেকে রক্ষা পায়।

গত কয়েক দিনের বৃষ্টিপাতে আবারো নওগাঁর ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কৃষ্ণপুর নামক স্থানে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বাঁধটি রক্ষায় আজ বৃহস্পতিবার থেকেই মেরামতের নির্দেশ দেন তিনি।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন- নওগাঁর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকসহ স্থানীয় ব্যক্তিরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত