ঢাকা ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার চার

ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার চার

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলার তালশহপ পূর্ব ইউনিয়ন থেকে ঢাবি ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভকে গ্রেপ্তার করা হয়। আশুগঞ্জ উপজেলার লামা বাইক এলাকার বাসিন্দা শুভ’র বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানা ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দুটি বিস্ফোরক মামলা রয়েছে। একই দিন ভোরে জেলার বিজয়নগর থানা ও সদর মডেল থানা যৌথভাবে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ সরকার, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ নেতা মাহামুদুর রহমান মান্না ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত