ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কালিয়াকৈরে মতবিনিময় সভা

কালিয়াকৈরে মতবিনিময় সভা

গাজীপুরের কালিয়াকৈরে যানজট, চাঁদাবাজি, মাদকমুক্ত নিরাপদ মহাসড়ক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা মালিক সমিতির ভারপ্রাপ্ত সহসভাপতি রাইজুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।

এ সময় আরো বক্তব্য রাখেন- গাজীপুর জেলার পুলিশের টিআই অ্যাডমিন শাহাবুদ্দিন, কালিয়াকৈর থানার ওসি অপারেশন যোবায়ের আহমেদ, নাওজোড় থানা ওসি রইছ উদ্দিন, গাজীপুর জেলার সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী খান, গাবতলী সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত