ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চোর সন্দেহে কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যা

চোর সন্দেহে কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যা

চোর সন্দেহে কুষ্টিয়ার মিরপুরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গত শনিবার রাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম জাহাঙ্গীর (২৫)। তিনি আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে। স্থানীয়রা জানায়, আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল এলাকার আমিরুলের বাড়িতে চুরি করতে ঢুকেন কয়েকজন যুবক।

এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে গেলেও জাহাঙ্গীর নামের ওই যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল বলেন, রাতেই স্থানীয় লোকজন ফোন করে গণপিটুনি দেয়ার বিষয়টি জানায়। পরে শুনলাম গণপিটুনির কারণেই ওই যুবকের মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত