ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রামগঞ্জে চারজনের লাশ উদ্ধার

রামগঞ্জে চারজনের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আত্মহত্যা করেছেন দুইজন।

গতকাল রোববার ও শনিবার রাতে এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের মরিয়ম মেম্বার বাড়ির ব্যাটারিচালিত অটোরিকশা চালক তিন সন্তানের জনক সগির আহম্মেদ রেন্টু (৫২) তার অটোরিক্সাটি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এ সময় স্ত্রী শাহানাজ আক্তার শানু (৪০) স্বামীকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় লোকজন তাদের দুইজনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গত শনিবার রাতে চন্ডিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের কাজী বাড়ির খাদিজা আক্তার রুমা (২৪) নামের এক গৃহবধূ বাবার বাড়ির টয়লেটের দরজা বন্ধ করে পানির ঝর্ণার সঙ্গে নিজের গায়ের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।

খাদিজা আক্তার রুমার স্বামী আরিফ হোসেন ঢাকার একটি রিয়েল এস্ট্রেট কোম্পানির চাকরিজীবী ও বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। তাদের ঘরে দুই ছেলে রয়েছে।

গতকাল রোববার পল্লী সঞ্চয় ব্যাংক রামগঞ্জ শাখার জুনিয়র অফিসার মোস্তফা তারেক ইকবাল প্রকাশ রবিন পাটোয়ারী (৩৮) উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদের ৫ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে সহকর্মীরা জানান।

রবিন পাটোয়ারী সদর উপজেলার বাসিন্দা ও দুই সন্তানের জনক। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, লাশগুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত