ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দুর্নীতি রাষ্ট্রের উন্নতির অন্তরায় : চাঁদপুরের ডিসি

দুর্নীতি রাষ্ট্রের উন্নতির অন্তরায় : চাঁদপুরের ডিসি

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, যে কোনো উন্নয়নের অন্তরায় হচ্ছে দুর্নীতি। দুর্নীতি হলো রাষ্ট্রের উন্নতির অন্তরায়। দুর্নীতির সঙ্গে টাকার সম্পর্ক নয়। যে কোনো অনিয়মই হচ্ছে একপ্রকার দুর্নীতি। গতকাল সোমবার শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মিথ্যা বললে রাষ্ট্র এগিয়ে যাবে না। আজকে যারা তোমরা এখানে আছো একসময় তোমরাই দেশ পরিচালনার কাজে থাকবে। দুর্নীতি সবসময় টাকার সাথে সম্পৃক্ত নয়, ওয়াদা ভঙ্গ করাও দুর্নীতি। আমরা সবসময় আঙুল তুলি অন্যের দিকে, সেই আঙুল নিজের দিকেও আনতে হবে। তোমরা যদি দুর্নীতির প্রতি আজকে রুখে দাঁড়াও তাহলে ভবিষ্যতে আর তোমাদের দ্বারাও দুর্নীতি হবে না। শুরুটা এখন থেকেই করতে হবে। সিদ্ধান্ত এখন থেকেই তোমাদের নিতে হবে। চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা শিক্ষা কর্মকর্তা প্রানকৃষ্ণ দেবনাথ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আজগর হোসেন প্রমুখ। চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা ছানাউল্ল্যাহ খান, মো. খায়রুল আহছান সুফিয়ানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় অনুষ্ঠানে যৌথ সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস স্নেহা ও সাবিহা সাদেক আফরা। আলোচনা শেষে আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত