ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কাপাসিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা

কাপাসিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার গাজীপুরের কাপাসিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজারে আয়োজিত এ চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের পক্ষ থেকে অসহায় দরিদ্র রোগীদের দোর গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে গতকাল বুধবার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজারে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আয়োজিত চিকিৎসা সেবায় একজন মেডিসিন কনসালটেন্ট, একজন গাইনী চিকিৎসক ও একজন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ২২০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত