ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মাগুরায় অনার্স ভবন ও স্মৃতিফলক উন্মোচন

মাগুরায় অনার্স ভবন ও স্মৃতিফলক উন্মোচন

মাগুরার শ্রীপুর নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজে গতকাল বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ হোসেন ও মির্জা নওজেশ হোসেন অনার্স ভবনের উদ্বোধন করা হয়েছে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ফরহাদ হোসেন স্মৃতিফলক উন্মোচন করা হয়। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ। নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খান ফজলুর রহমানের সার্বিক তত্বাবধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা কৃষক দলের আহ্বায়ক রুবায়েত হোসেন খান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত