ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চাঁদপুর জেলার মতলব দক্ষিণে পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। মৃত জুবায়েদ ও জুনায়েদ (৫) ওই বাড়ির শরীফ খানের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার পিংড়া বাজার এলাকায় বহরি গ্রামের খান বাড়িতে।

নিহতের আত্মীয়রা জানান, সকালে দুই শিশু বিদ্যালয় থেকে বাড়িতে এসে পুকুর ঘাটে বই রেখে খেলাধুলা করছিল।

হঠাৎ জমজ দুই সহোদর পুকুরে পড়ে যায়। এসময় তাদের মা রান্না করছিলেন। পরে বাড়ির লোকজন পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। এ অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে আসলে চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল জানান, হাসপাতালে আনার অনেক আগেই জমজ দুই শিশু মারা গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. কাউসার জানান, শিশু দুটি স্থানীয় বহরি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ালেখা করত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত