যুবদলের মেডিকেল ক্যাম্প
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেডিকেল ক্যাম্প ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে রাঙামাটি জেলার বরকল উপজেলা যুবদল।
গতকাল রোববার উপজেলার ভুষনছড়া ইউনিয়নের এরাবুনিয়া বাজার চত্ত্বরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। বরকল উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক বেপারী। প্রধান বক্তা ছিলেন রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।
