নবীনগরে সড়ক পরিদর্শন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার সিতারামপুর সেতু থেকে কৃষ্ণনগর বাজার পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

গত রোববার তিনি এ রাস্তা পরিদর্শন করেন। নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে জানতে পারেন, আশুগঞ্জ থেকে সদর পর্যন্ত ২০ কি.মি. রাস্তা সংস্কারের প্রকল্প এরই মধ্যে পাশ হয়েছে। আগামী ১ মাসের মধ্যে কাজ শুরু হবে। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী জানান, রাস্তার নির্মাণ কাজ তরান্বিত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।