শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত সমতল এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় সদর উপজেলায় বসবাসরত ত্রিপুরা ছাত্র ছাত্রীদের শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা হল রুমে এ সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্নরাজ ত্রিপুরা, সাধারণ সম্পাদক, খোকন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রাখাল ত্রিপুরা, শিক্ষা সম্পাদক বাবুল ত্রিপুরা, প্রচার সম্পাদক নারায়ন ত্রিপুরা, মহিলা সম্পাদক গৌরী রানীসহ ত্রিপুরা সমাজের নেতারা উপস্থিত ছিলেন। ৬ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়, এ ছাড়া ও ৩০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। জাতীয় সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয় থেকে চলতি প্রাপ্ত অনুদান ও উপকরণ বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও শাখাওয়াত জামিল সৈকত বলেন, সরকারের সুদৃষ্টি সবসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের প্রতি রয়েছে।