গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামে গতকাল শুক্রবার সকালে রুস্তুম হাওলাদার (৬৫) নামের এক দিন মজুর গাছ থেকে পড়ে মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুস্তুম আলী হাওলাদার গতকাল শুক্রবার সকালে একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু সাঈদ ফরাজীর বাড়িতে নারিকেল পাড়তে যান এবং পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
