ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘আ.লীগকে নির্বাচনে আহ্বানকারীদের ধিক্কার’

‘আ.লীগকে নির্বাচনে আহ্বানকারীদের ধিক্কার’

যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম বলেছেন, একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তন করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে ২ হাজার ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। ২৪ থেকে ২৬ হাজার অঙ্গহানি ঘটেছে, ৮০ হাজারের বেশি ছাত্র জনতা আহত হয়ে হাসপাতলে কাতরাচ্ছে। যাদের তরতাজা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের স্বাদ পেয়েছি, কিভাবে আমরা তাদের কথা ভুলে যাই। রাষ্ট্র ও সমাজের প্রধান চালিকাশক্তি এই তরুণরা জেগে উঠলে যে কোনো পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৫ বছরে ছাত্র জনতাদের কথা বলতে দেয়নি। এই দলকে যারা আবারো নির্বাচনে আসার আহ্বান জানায় তাদেরকে আমি ধিক্কার জানাই। গত শনিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার বারাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। ন্যায় বিচারভিত্তিক আগামীর বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল গুলোর মধ্যে সম্প্রীতির লক্ষ্যে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস হোসাইন। যুব অধিকার পরিষদ শিবালয় উপজেলা শাখা কর্তৃক আয়োজিত যুব সমাবেশে সভাপতিত্ব করেন, যুব অধিকার পরিষদ শিবালয় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. উজ্জল হোসেন। যুব অধিকার পরিষদ উথলী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোল্লা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আশরাফুল ইসলাম রাজু, যুব অধিকার পরিষদ শিবালয় উপজেলা শাখার সভাপতি শাকিল রানা ও সাধারণ সম্পাদক আনিস বিশ্বাস, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ উজ্জল মোল্লা প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত