ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কুমিল্লার তিতাসে ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটি (এফডিএস) মেধাবৃত্তি পরীক্ষা ও সাফল্য অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণী গতকাল রোববার উপজেলার মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার তিতাস, দাউদকান্দি ও হোমনা উপজেলার ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৮১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণিতে ৩০ জন করে ১২০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির আওতায় নগদ অর্থ, পুরস্কার সামগ্রী ও সনদপত্র বিতরণ করা হয়। মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটি চেয়ারম্যান মো. সামশুদ্দিন সরকার সোহেল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত